কালিগঞ্জ উপজেলায় করোনা এক্সপার্ট টিমের মাষ্টার ট্রেইনারদের ২য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যানবেইজ ল্যাবে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও দফাদারগন অংশগ্রহণ করেন। ২য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেণ কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সিফাত উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কোভিড-১৯ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কালিগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৃত্যুঞ্জয় কুমার সরকার, ডাঃ শারমিন ও রেডিও নলতা’র স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ার। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল।