বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সূস্থ্যতা কামনায় তারেক পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঝিনাইদহের কালীগঞ্জের এতিমখানাগুলোতে ও পথচারীদের মাঝে ইফতার বিতরন করা হয়।
মঙ্গল বিকালে কালীগঞ্জ পৌরসভার ফয়লা, শোয়াইব নগর, বাকুলিয়া-খয়ের তলা, লিল্লাহ বোডিং ও মেইন বাস ষ্ট্যান্ড, নিমতলা, কলা হাটার মোড়ে এতিম, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আয়নাল হাসান, যুগ্ম-আহবায়ক মোস্তফা আব্দুল জলিল, তারেক পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল মজিদ শেখ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী খোকন, তারেক পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল লস্কার, উপজেলার যুবনেতা লিটন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মিলন হোসেন, ছাত্রদল নেতা এশফাকুর রহমান শফিক, হাবিবুর রহমান, শিমুল হোসেন, পৌর ছাত্র নেতা ইকলাস আলী, শাওন হোসেন, ছাত্রনেতা নাইম, শান্ত, সবুজ সহ অনেকে।
ইফতার বিতরনকালে হামিদ বলেন, করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষগুলো বেশ কষ্টে দিনযাপন করছে। এই মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে পবিত্র রমজানে কিছু ইফতার সামগ্রী নিয়ে তাদের সামনে হাজির হয়েছি।
তিনি সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী দলের পক্ষে সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ ধরনের জন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।