যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নতুন করে ৩৩টি নমুনা পরীক্ষা করে আরো ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (১৭ মে) সকালে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। এ নিয়ে যশোরে মোট ৯৮ জন করোনা রোগী শনাক্ত হল।
যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, শনিবার যবিপ্রবির ল্যাবে যশোরের ৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের, চুয়াডাঙ্গার ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।