রোববার (১৭ মে) সকাল ৯টার দিকে যশোর শহরের চেকপোস্ট মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুর ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নূর ইসলাম যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের আব্দুস ছালামের ছেলে এবং ল্যাব এইড হাসপাতালের ফার্মেসিতে চাকুরি করতেন।
নিহতের চাচা জীবন খান বলেন, রোববার সকালে নূর ইসলাম অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। চাঁচড়া মোড় পার হওয়ার সময় মোজাহার কোম্পানির ট্রাক বেপরোয়া গতিতে এসে নূর ইসলামকে চাপা দেয়। ঘটনাস্থল তার মৃত্যু হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সড়কের কাজে নিয়োজিত মোজাহার এন্টারপ্রাইজের এসময় পুলিশ ও সাধারণ জনতা ট্রাক আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।