যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৬মে) সকালে এই তথ্য প্রকাশ করা হয়।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যবিপ্রবির ল্যাবে গত দুইদিনে (১৪মে-১৫মে) ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের পজিটিভ ফলাফল আসে।
এর মধ্যে যশোরের ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন, চুয়াডাঙ্গার ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জন এবং ঝিনাইদহের ৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।