যবিপ্রবি’র ল্যাবে আরো ১৫ করোনা রোগী শনাক্ত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে চার জেলার ১৫১ টি নমুনা পরীক্ষা করে নতুন ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, সোমবার যবিপ্রবি ল্যাবে মোট ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। যশোরের ৩২ জনের মধ্যে ৫ জন, ঝিনাইদহের ২১ জনের মধ্যে ১ জন, মাগুরার ৩৬ জনের মধ্যে ৪ জন এবং চুয়াডাঙ্গার ৬২ জনের মধ্যে ৫ জনের নমুনা পজেটিভ। বাদবাকি ১৩৬টি নমুনার ফল নেগেটিভ হয়।