যশোরের অভয়নগর উপজেলায় করোনা পরিস্থিতির কারণে ধান কাঁটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই সংকটের মধ্যে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বর্গাচাষী শহিদুল বিশ্বাসের এক বিঘা জমির ধান কাঁটার নেতৃত্ব দিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন।
মঙ্গলবার সকালে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেনের নেতৃত্বে ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের উদ্যোগে অধ্যক্ষ রবিউল হাসান, শিক্ষা বোর্ড কর্মকর্তা প্রকৌশলী কামাল হোসেন সহ শিক্ষক-কর্মচারী এবং কলেজ শাখা ছাত্রলীগের ৩০জন নেতাকর্মীর অংশগ্রহণে চলিশিয়া চারাবটতলা এলাকার কৃষক শহিদুল বিশ্বাসের জমির ধান কাটা হয়।
ধান কাঁটার বিষয়ে বর্গাচাষী শহিদুল বিশ্বাস জানান, শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারিনি। আজ যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নেতৃত্বে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী ও ছাত্রলীগের ছেলেরা আমার এক বিঘা জমির পাকা ধান কেটে দিলেন। আমি খুশি হয়েছি এবং সবার জন্য দোয়া করেছি।
নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের ইচ্ছায় আমরা গরীব কৃষক শহিদুলের ধান কেটে দিতে পেরেছি। করোনার মধ্যে স্বেচ্ছায় তার ধান কেটে দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন বলেন, এই দুর্যোগের সময় একে অপরকে সহযোগিতা করা উচিৎ। শ্রমিক না পেয়ে অসহায় কৃষক তার পাকা ধান কাটতে পারছেনা এমন সংবাদ পাওয়া মাত্র সেই উপজেলায় যোগাযোগ করা হচ্ছে। এরপর সেই এলাকার কলেজ অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতায় ধান কাটা হচ্ছে। এতে যেমন কৃষক উপকৃত হচ্ছে, কমে যাচ্ছে খাদ্যের সংকট।