নড়াইলের লোহাগড়ায় করোনার প্রভাবে আর্থিক সমস্যায় পড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে নিত্যপণ্য বিতরণ করা হয়েছে। কোটাকোল ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম এ নিত্যপণ্য বিতরণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে কোটাকোল ইউনিয়নের বড়দিয়া এলাকায় নিজ অর্থায়নে ৫০০টি পরিবারের মধ্যে পণ্য বিতরণ করা হয়। প্রতিজনকে ৬ কেজি চাল, ১কেজি আলু, ১ কেজি ডাল, আধা কেজি পেয়াজ,আধা কেজি তেল দেয়া হয়।