র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত যশোর শহরের বড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের সহযোগীতায় ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করেছে। ক্রেতাদের কাছ থেকে বাজার মূল্য চেয়ে বেশী মূল্য নেওয়ার কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সূর্য দিপ্ত ষ্টোরকে, এমসি নং-৯৯/২০, ১ হাজার টাকা, বি পি ট্রেডার্স, এমসি নং-১০০/২০, ৬ হাজার টাকা, মেসার্স বজলু হাওলাদার, এমসি নং-১০১/২০, ১ হাজার টাকা,আব্দুল মতিন ষ্টোর, এমসি নং-১০২/২০ইং ২ হাজার টাকা, নিউ আমিন এ- সন্স ষ্টোর, এমসি নং-১০৩/২০, ২ হাজার টাকা, ও ইয়াছিন ষ্টোর, এমসি নং-১০৪/২০, কে ১৫শ’ টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করে।টাকা, মোট ০৬ (ছয়) মোবাইল কোর্ট অভিযানে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে এবং আসামীদেরকে জরিমানা আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।