জয়পুরহাটের এই প্রথম কালাই উপজেলার জিন্দারপুর গ্রামে ২জনের শরীরে প্রাণঘতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চলতি মাসে ৭/৮ তারিখে জ্বর-সর্দি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসার পর তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে গত ১৪ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা হলেন, উপজেলার জিন্দাপুর গ্রামের মৃত আবেদ আলির ছেলে ওবাইদুর (৪২) ও একই গ্রামের মৃত আইয়ুব আলির ছেলে মোকলেছুর রহমান (৪৭)। এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টা থেকে গোটা জেলায় লকডাউন কার্যকর করে বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক।
এই বিষয়টি নিশ্চিত করেছেন কালাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মো. তানভীর হোসেন বলেন, উপজেলার জিন্দাপুর গ্রামের মৃত আবেদ আলির ছেলে ওবাইদুর (৪২) এবং একই গ্রামের মৃত আইয়ুব আলির ছেলে মোকলেছুর রহমান (৪৭)কে শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়ার পর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতেই তাদেরকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ বলেন, আক্রান্ত দুইজন ঢাকায় রিক্সা চালাতেন। কয়েকদিন আগে ঐ দুই ব্যক্তি জ্বর-সর্দি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসার পর তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হলে বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্টে তাদের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়ার কথা জানা গেছে।
জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমাদের জেলায় প্রথম দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। মারাত্মক ছোঁয়াচে এ করোনাভাইরাস যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষে এর সংক্রমন ঠেকাতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে সমগ্র জয়পুরহাট জেলায় লকডাউনের ঘোষণা করা হয়েছে। এর ফলে কেউ এ জেলায় প্রবেশ বা বের হতে পারবে না। লকডাউন ঘোষণার পর পুলিশী তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।