করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনার সুজানগরের এক মালয়েশিয়া প্রবাসীকে ঢাকার আইইডিসিআর’এ প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে তার পরিবারের ১৪জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ফরিদপুরের আটরশি থেকে ঢাকায় পাঠানো হয়। সে উপজেলার সাগরকান্দী ইউনিয়নের হুগলাডাঙ্গী গ্রামের আমজাদ হোসেনের ছেলে মিরাজ হোসেন (৩২)।
সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই মিরাজ গত ১১দিন আগে মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন। গত তিনদিন আগে সে জ্বর-সর্দিতে আক্রান্ত হন এবং ওই অবস্থায় আটরশি ওরশ শরীফে বেড়াতে যান। ওইদিন এলাকাবাসীর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ খবর পেয়ে একটি মেডিক্যাল টিম নিয়ে তার বাড়িতে যান এবং এ বিষয়ে পরিবারের সদস্যদের সাথে আলাপ করেন। এ সময় পরিবারের সদস্যরা স্বীকার করেন সে গত তিনদিন ধরে হালকা হালকা জ্বর-সর্দিতে ভুগছেন। পরে মেডিক্যাল টিমের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান তার সাথে মোবাইলে কথা বলেন এবং করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর’এ প্রেরণ করেন। সেই সঙ্গে তার পরিবারের অন্য ১৪জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখেন। সাগরকান্দী ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় মালয়েশিয়া প্রবাসী মিরাজকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আটরশি থেকে ঢাকায় পাঠানো হয়েছে এবং তার পরিবারের আরো ১৪জন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।