যশোর-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে কেশবপুর পৌর বিএনপির উদ্যোগে সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারি ও থানা যুবদলের সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদাক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রাথী আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পৌর বিএনপি সাবেক সভাপতি ও সাবেক মেয়র আল্হাজ্ব আবদুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমন, থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আবদুর রাজ্জাক, পৌর বিএনপি নেতা নুরুজ্জামান চৌধরী, শেখ শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাকির হোসেন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর ডাক্তার আনিছুর রহমান, আবদুল হালিম, সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা শরিফুল ইসলাম, আবদুল হালিম, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, জাকাত হোসেন, মোকাররাম হোসেন, তফিজ উদ্দীন, আবদুল কারী, ওবাইদুল হক, আনিছুর রহমান লাভলু, মোশাররাফ হোসেন, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, গাজি মতিন, আবদুল মালেক, মোরশেদ আলী, আবদুল গনি, দবির উদ্দীন, মুক্তার আলী বিশ্বাস প্রমূখসহ পৌর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।