যশোরের অভয়নগর উপজেলা থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকায় তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে পত্রিকার সম্পাদক আসলাম হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর ইউনিটের নিন্দ ও প্রতিবাদ। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি করার উদ্যেশে মিথ্যা ভিত্তিহিন মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃত্তি প্রদান করেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর ইউনিটের ডেপুটি ইউনিট প্রধান সৈয়দ রিপানুর ইসলাম (রিপন)। নির্বাহী সদস্য শেখ জাভেদ আলী, মো.সামছুর রহমান (মন্টু), মো.জাহিদ হেসেন (লিটন), সৈয়দ রকিবুল ইসলাম (রুবেল)। ইউনিটের সদস্য সৈয়দ রেজাউল করিম, মো.আলমগীর হোসেন মোল্যা, মো.আল-আমিন, মো.জসিমউদ্দিন, মাসুম বিল্লাহ, আবু তাহের, অরুপ সেন সহ প্রমুখ। উল্লেখ্য উপজেলা বুইকারা গ্রামের মৃত্য নায়েজ বিশ্বাসের ছেলে নামধারী হোমিও চিকিৎসক মুনসুর আহম্মেদের বিরুদ্ধে হোমিও চিকিৎসার আড়ালে দেশি মদ বিক্রির ভিডিওসহ দৈনিক নওয়াপাড়ায় সংবাদ প্রকাশের একমাস পর তিনি আদালতে এ মামলা দায়ের করেন। মামলার অপর দু’জন হলেন দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার সাকিব জিকো ও আর আই রাজা।