ট্রাকের ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী জিহাদ হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে যশোর সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের থ্রিহুইলার চালক ফারুক হোসেনের ছেলে। সোমবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়েছে।
জিহাদের বন্ধু স¤্রাট জানান, যশোর সদর উপজেলার ইছালী গ্রামের মেলা দেখে পাশ^বর্তী বিজয়নগরে এক বন্ধুর বাড়িতে তারা তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু বেড়াতে যায়। সেখান থেকে রাত ৯টার দিকে বাড়ি ফেরার সময় যশোর সদর উপজেলার চুড়ামনকাটির তেলপাম্পের পাশে মাদরাসার সামনে পৌছালে জিহাদ হোসেনের মোটরসাইকেলটির দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এ সময় জিহাদের মোটরসাইকেলে থাকা স¤্রাট ও মামুন ছিটকে পড়ে। আর জিহাদের মাথায় প্রচন্ড আঘাত লাগে।
স্থানীয়রা জিহাদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাত ১০টার দিকে নিয়ে আসলে ডাক্তার বায়েজিদ হোসেন তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।