যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপনির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের মনোনয়নের দাবিতে প্রচার মিছিল কেশবপুর শহর প্রদক্ষিণ করেছে। কেশবপুর উপজেলা সোমবার বিকালে শহরের ডাক বাংলোর সামনে থেকে উপজেলা ছাত্রলীগের ্একটি প্রচার মিছিল কেশবপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্সিণ করে ডাকবাংলোর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ,উপজেলা ছাত্রলীগের ্আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, ছাত্রলীগ নেতা শাহারিয়ার হাবিব, ,তুহিন শুভ্র, মোস্তাফিজুর রহমান, মোঃআব্দুল্যাহ, রায়হান হোসেন, সাইফুল ইসলাম,আমিনুর রহমান,মুন্না, শফিকুল ইষলাম.সুমন,সাইফুল ইষলাম,সবুজ প্রমূখ।