যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ (ইইই) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। রোববার সকালে ক্যাম্পাসে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে অ্যাকাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করে শিক্ষাথীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়র আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ড. ইমরান খান, ড. তানভীর হাসান, মজনুজ্জামান, তানভীর আহম্মদ প্রমুখ। অনুষ্ঠান শেষে কেক কেটে ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।