বেসরকারি প্রতিষ্ঠান ডরপ এর পানিই জীবন প্রকল্প খুলনার পাইকগাছা অফিসে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা অফিসে মনিটরিং ক্লাবের সভাপতি অধ্যাপক জিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাড. এফএমএ রাজ্জাক, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রঞ্জু, শিক্ষক আবদুল ওহাব, সাংবাদিক আলাউদ্দীন রাজা, মহানন্দ অধিকারী মিন্টু, আ. সবুর আল-আমিন, দীপ অধিকারী, সদস্য মো. হায়দার আলী পাড়, নুরুন্নাহার পারভীন, ফাতেমা আক্তার, মিতা রানী দাশ ও খুকু মনি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডরপ এর উপজেলা সমন্বয়কারী আবু সায়েম।
সভা শেষে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলুর অফিসে হাইজিন বিষয় আবেদন পত্র তার কাছে দেওয়া হয়।