দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ নর্দান ইভানজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) এর ৬০ বছর পুর্তি উপলক্ষে হীরক জয়ন্তী ফলক উন্মোচন করা হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর মিশন পাড়ায় বাংলাদেশ নর্দান ইভানজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) এর ৬০ বছর পুর্তি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক হীরক জয়ন্তী ফলক উন্মোচন করেন রেভারেন্ট আমিন হেমব্রম। প্রার্থনা করেন রেভারেন্ট নরেন হাসদা। এ সময় নাথানিয়েল হাসদার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মিশনারী টরবিয়ন লীড, ঢাকা জজ কোর্টের আইনজীবী প্রভাত টুডু, তাবিথা সংস্থার পরিচালক স্টেফন সরেন, নরসিশন পরিচালক নেলসন সরকার, এনসিএফবি কো-অর্ডিনেটর মিথুশিলাক মুরমু, নির্মল সরেন, এমেলী সরেন, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য ১৯২৫ সালে রেভারেন্ট বুধুরাই হাসদা, রেভারেন্ট লোকসা মুরমু প্রথম এ উপমহাদেশের পশ্চিম দিনাজপুর থেকে নওগাঁ হয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রাজাপুর গ্রামে এসে বাংলাদেশ নর্দান ইভানজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) এর কার্যক্রম প্রাথমিক ভাবে শুরু করেন। পরবর্তিতে ১৯৫৯ সালে প্রথম একটি কমিটি মন্ডলী গঠন করা হয়। বর্তমানে এ চার্চে ২ শতাধিক মন্ডলী ও ১২ হাজারের মতো সদস্য রয়েছে। এ চার্চে ধর্মীয় শিক্ষার পাশাপশি স্বাস্থ্য, শিক্ষা, ঐতিহ্যরক্ষা,মানবাধিকার,সৃজনশীলতাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালানো হচ্ছে।