ভোলায় বোরহানউদ্দিনে মুসলিম জনতার উপর পুলিশের গুলি বর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ কার্যালয়ের সামনে পুলিশি বাধায় এ কর্মসূচি পালন করে দলের নেতা-কর্মীরা।
বেলা ১২টায় দলীয় কার্যালয় থেকে স্লোগান মুখর বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি সড়কে পৌঁছার আগেই প্রধান ফটকে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে পুলিশি বেষ্টনিতে সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সহ-সভাপতি সাহিদা রহমান জোসনা, মহানগর বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন বাবলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীম প্রমুখ।
সমাবেশে বক্তারা ভোলার ঘটনার সুষ্ঠু তদন্তসহ হামলায় জড়িতদের চিন্থিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপিরা নেতা-কর্মীরা।