রহস্যজনক কারণে খোলসা বেগম (৫৫) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের বারেক মিয়ার স্ত্রী। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত গৃহবধূর পরিবার বলেছে, খোলসা বেগম সোমবার দুপুরে সাংসারিক কলহের এক পর্যায় রহস্যজনক কারণে কীটনাশক পান করে। বাড়ির লোকজন টেরপেয়ে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে ৪৫ মিনিট পর তিনি মারা যান।