রোটারী ক্লাব অব যশোর সেন্ট্রালের উদ্যোগে ও এসএমটিসি যশোরের সহযোগিতায় শনিবার সন্ধ্যায় ক্যান্সার সচেতনতা বিষয়ক হেলথ টক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শহরের রেল রোডস্থ একটি অভিজাত হোটেল মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম। বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল কালাম আজাদ এবং হেলথ ও ফ্যামেলি ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের সদস্য এসএম সিরাজুল ইসলাম। কীনোট স্পিকার ছিলেন ভারতের কলকাতা এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ ডা: সুদীপ্ত ব্যানার্জী। সেমিনারে সঞ্চালক ছিলেন পাস্ট প্রেসিডেন্ট জাহিদ আহমেদ লিটন। আলোচনা করেন এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের পরিচালক সুনীল ডেহেরি, বাংলাদেশ পরিচালক আইয়ুব আলী, অ্যাসিসটেন্ট গভর্ণর জিল্লুর রহমান, অ্যাসিসটেন্ট গভর্ণর আবদুল আলীম, সেন্ট্রাল ক্লাবের জিএসআর শফিউর রহমান মল্লিক, পিপি যোগেশ চন্দ্র দত্ত, পিপি চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, পিপি মোর্তুজা আলী, আইপিপি মোস্তফা আলী, রোটা: সোলায়মান মহি সবুজ প্রমুখ।
সেমিনারে মানবদেহে ক্যান্সার বিষয়ক নানা তথ্য ও নিরাময় সম্পর্কে পাওয়ার পয়েন্টে আলোচনা করেন ভারত থেকে আগত ক্যান্সার বিশেষজ্ঞ ডা: সুদীপ্ত ব্যানার্জী। সেমিনারে বিভিন্ন সংগঠনের শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।