পেট্রল পাম্পের কর্মীদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জুহি সেনগুপ্ত। গাড়িতে অতিরিক্ত তেল ভরা নিয়ে বচসার সূত্রপাত। এ ঘটনায় দুই কর্মীকে আটক করেছে পুলিশ।ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকালে। পেট্রল পাম্পের কর্মীদের বিরুদ্ধে তাঁর বাবাকে মারধরের অভিযোগও করেছেন জুহি।প্রতিবেদনটিতে বলা হয়েছে, রোববার সকালে দেউলটি যাচ্ছিলেন অভিনেত্রী জুহি সেনগুপ্ত ও তাঁর পরিবার। তিনি রুবি মোড়ের কাছে একটি পেট্রল পাম্পে গিয়ে দেড় হাজার টাকার তেল ভরে দিতে বলেন। তাঁর অভিযোগ, পেট্রল পাম্পের কর্মীরা তাঁর গাড়িতে দেড় হাজার টাকার বদলে আড়াই হাজার টাকার তেল ভরে দেন। এত টাকার তেল কেন ভরা হলো, তা জানতে চাওয়া হলে অভিনেত্রীর পরিবারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পেট্রল পাম্পের কর্মীরা। গাড়ি থেকে চাবি খুলে নেওয়া হয় বলেও অভিযোগ। চাবি চাইতে গেলে অভিনেত্রীর বাবাকেও ধাক্কা দেওয়া হয় এবং তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগ জুহির।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, জুহি সেনগুপ্ত পাল্টা পাম্প কর্মীদের ওপর চড়াও হন এবং তাঁদের গায়ে হাত তোলেন।