তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেছেন, সরকারের কর্মকর্তা কর্মচারীদেরকে জনগনের সেবক হয়ে কাজ করতে হবে, সেই সাথে সরকারের উন্নয়ন কর্মকা- মাঠ পর্যায়ে সঠিক ভাবে বাস্তবায়ন করতে হবে। সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্ধ দিয়ে উপজেলা পর্যায়ের সরকারী বে-সরকারী কর্মকর্তাদের মাধ্যমেই তা মাঠ পর্যায়ে বাস্তাবায়ন করে থাকেন। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার প্রভাব মুক্ত থেকে বাস্তবায়ন করতে হবে। সকলকেই মনে রাখতে হবে আমরা আপনারা সকলেই জনগনের সেবক, তাই সকলকেই জনগনের সেবার মনোভাব নিয়ে সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষকে স্ববলম্বি করার উদ্যোশ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ যত প্রকার ভাতা চালু করেছেন সেইসব ভাতা ভোগীদের তালিকা তৈরিতে দরিদ্রদের কাছ থেকে কেউ যেন কোন প্রকান আর্থিক লেনদেন করতে না পারে সেদিকে সকলকে সর্তক থাকতে হবে।
(আজ) গতকাল বৃহস্পতিবার দুপুরে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক উন্নয়ন সমন্নয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কাজ সঠিক ভাবে বাস্তবায়ন করে এলাকার উন্নয়ন করে তানোর উপজেলাকে একটি মডেল উপডজেলা তৈরিতে সকলের সহযাগীতা করতে হবে। মাসিক উন্নয়ন সভা উপস্থাপনা করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বাবু। এ সময় সকল দপ্তরের কর্তকর্তারা উপস্থিত ছিলেন।