পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে টানা ৯ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল রবিবার সকাল থেকে এ আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যেও ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, কোরবানির ঈদ ও জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বন্দরে পন্যবাহী ট্রাক প্রবেশ করায় শুরু হয়েছে স্বাভাবিক কর্ম ব্যস্ততা।
এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উদ্যাপন ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।