পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ¦ সুফি মুহাম্মদ মিজানুর রহমান বলেছেন- প্রযুক্তির অবাধ বিকাশ জাতীয় ও জনজীবনে যথেষ্ট গতিশীলতা আনলেও যুব সমাজ তা ইতিবাচকভাবে রপ্ত না করে প্রযুক্তির অন্ধকার গলিতে ঢুকে নিজেদের সম্ভাবনা ও শক্তির বিনাশ ঘটাচ্ছে। দেশের কোটি তরুণ আজ বেকার। তাদের হাতে হাতে এন্ড্রয়েড মোবাইল। অনেকেই আজ মাদকাসক্ত এবং জঙ্গীবাদে লিপ্ত। অযথা মোবাইল ফোনে পর্নোগ্রাফিতে আকণ্ঠ নিমজ্জিত থেকে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট করে যুব-তরুণরা শুধু নিজেদের নিঃশেষ করে দিচ্ছে তা নয়, বেকার কুপথে পরিচালিত এই যুব সমাজের কারণে দেশের অগ্রগতিও থমকে দাঁড়িয়েছে। তাই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে বিশাল তারুণ্য শক্তির মেধা ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। প্রযুক্তির চোরা গলি থেকে তাদের বেরিয়ে এনে উন্নয়ন-অগ্রগতির পথে ও দেশ গঠনে তাদের সম্পৃক্ত করতে হবে। এজন্য সুদূরপ্রসারী জাতীয় পরিকল্পনাও দরকার।
আজ বুধবার সকালে পিএইচপি ফ্যামিলির অফিসে তাঁর সাথে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। পরে এক সভায় আগামি ১ সেপ্টেম্বর চট্টগ্রামের লালদিঘী ময়দানে হিজরি ১৪৪১ নববর্ষ বরণ অনুষ্ঠানের সীদ্ধান্ত গৃহীত হয়। এতে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ¦ সুফি মুহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ্, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্টা আল্লামা নুর মুহাম্মদ আলকাদেরী, আল্লামা আবুল হাশেম শাহ্, ভাইস চেয়ারম্যান আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, যুগ্ম মহাসচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ শফিউল আলম, সাংস্কৃতিক সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা মঈনুদ্দীন রেজভী, মুহাম্মদ হাবিবুল মেস্তফা সিদ্দিকী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ জুয়েল ও মুহাম্মদ মিজবাহ্ উদ্দিন প্রমুখ।